হোম রাজশাহীপাবনা সাঁথিয়ায় ট্রাই‌কো ক‌ম্পে‌াষ্ট সার বাজারজাতকর‌ণের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

সাঁথিয়ায় ট্রাই‌কো ক‌ম্পে‌াষ্ট সার বাজারজাতকর‌ণের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 70 ভিউজ

পাবনা প্রতিনিধি:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) কর্তৃক বাস্তবায়িত পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের তলট নতুনপাড়া গ্রা‌মে ট্রাই‌কো ক‌ম্পে‌াষ্ট সার বাজারজাতকর‌ণের উপর ২০ মে ২০২৪ তা‌রি‌খে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থি‌ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাঁথিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জুনা‌য়েত আল সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থি‌ত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রওশন। প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচীর বেড়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ম‌নিরুল ইসলাম ইমন।

অনুষ্ঠানের শুরুতে কৃষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ ট্রাই‌কো ক‌ম্পে‌াষ্ট ব‌্যবহা‌রে ফস‌লের উপকা‌রিতা সম্প‌র্কে বিশদ আ‌লোচনা ক‌রেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সবজি চা‌ষে ট্রাই‌কো ক‌ম্পে‌াষ্ট সারের ব‌্যবহার দিন দিন বৃ‌দ্ধি‌ পা‌চ্ছে‌, এর ফ‌লে মা‌টির উর্বরাশ‌ক্তি‌ বৃ‌দ্ধি‌ পায় এবং প‌রি‌বেশের ভারসাম‌্য ঠিক থা‌কে। প‌রি‌শে‌ষে প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থি‌ত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমন্বিত কৃষি ইউনিটের সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা সহ ৭০ জন সমিতির সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন