মিলন হোসেন বেনাপোল:
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এক অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ আঃ সাত্তার নামে একজন কে আটক করেছে।সোমবার তাকে আটক করা হয়।সে শার্শা থানার বাগুড়ী গ্রামের আঃ গফুরের ছেলে ।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,বাগুড়ী বাজারে মাসুমের দোকানে তালা ভেঙে চুরি হয়।পরে সে অজ্ঞাতনামা শার্শা থানায় একটি মামলা করে।
মামলার পরিপ্রেক্ষিতে বাগআঁচড়া ফাঁড়ির এসআই আনোয়ার আজিম এলাকায় অভিযান চালায়।অভিযানে আঃ সাত্তার নামে একজন জড়িত থাকার সন্দেহ হয়। পরে তার বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশির সময় চুরি হওয়া শেখ সিগারেট ২২ কার্টুন,সাকিব বিড়ি ১২০০,এলাচী ২০০গ্রাম পাওয়া যায়।এ সময় আঃ সাত্তারকে আটক করা হয়।
আটক আসামি ও উদ্ধারকৃত চোরাই মালামাল যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।