হোম আন্তর্জাতিক রাখাইনের আরও ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা

রাখাইনের আরও ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনীতে জোর করে নাম লেখাতে আরও ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা সরকার। রাখাইন রাজ্যের বুথিডাং শহর থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বিভিন্ন গ্রাম ঘুরে তাদের আটক করে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় ওহ থেল মা মুসলিম গ্রাম থেকে জোর করে ১২ জনকে আটক করা হয়। ২ জনকে মিয়াউং নার মুসলিম গ্রাম, আহ লেল ছাউং মুসলিম গ্রাম থেকে ৩০ জনকে এবং কা কিয়া বাত মুসলিম গ্রাম থেকে ২০ জনকে আটক করে তারা।

একজন বাসিন্দা জানান, সকালের দিকে ৩টি যানবাহনে করে সেনাসদস্যরা আসে। একদিন নজরদারি করার পর জোর করে তারা তাদেরকে আটক করে নিয়ে যায়। আমরা এতে মোটেই খুশি হচ্ছি না। কিন্তু আমাদের কিছু করার নেই।

বুথিডাং কৌশলগত কমান্ড বেস থেকে জান্তা সেনারা তিনটি গাড়িতে করে এসেছিল। প্রায় ২০ জন সৈন্য জাও বাও মুসলিম গ্রামের কাছে, অন্য ২০ জন বুথিডাং গলফ কোর্সের কাছে এবং অন্য ২০ জন ধর্মীয় স্কুলের কাছে অবস্থান নিয়েছিল।

এর আগে ১৯ ও ২০ ফেব্রুয়ারি ৩৫৩, ৫৩৫, ৩৫২তম এবং ৩৪৫তম পদাতিক ব্যাটালিয়নের সৈন্যরা, ১৫ সামরিক অপারেশন কমান্ডের (এমওসি-১৫) অধীনে বিভিন্ন মুসলিম গ্রাম থেকে শতাধিক মুসলিম তরুণকে ধরে নিয়ে যায়।

সামরিক সূত্র জানায়, ২০ ফেব্রুয়ারি থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছিলেন। এদের মধ্যে অনেকেই আটক হওয়ার ভয়ে প্রশিক্ষণ শেষ না করেই পালিয়ে গেছেন।

গ্রামের একজন মুসলিম প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন যে, বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে অনেক যুদ্ধে পরাজয়ের পর জান্তা বাহিনী সামরিক বাহিনীতে নাম লেখাতে মুসলমান তরুণদের অপহরণ করতে শুরু করে। এটি মানবাধিকারের লঙ্ঘন এবং বৌদ্ধ রাখাইন এবং মুসলিম বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি উসকে দেয়ার ষড়যন্ত্র বলেও দাবি তার।

তিনি বলেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এখন সেনাসদস্যরা তরুণ এবং প্রবীণ উভয়কেই আটক করছে এবং রাখাইনদের সামনে তাদের ঠেলে দিচ্ছে।’

৯ ফেব্রুয়ারি গ্রামের মুসলিম পন্ডিতদের সঙ্গে পুলিশের এক বৈঠকে জান্তা সরকারকে সগযোহিতা করার আহ্বান জানানো হয়।

এ সময় মুসলিমদের অস্ত্র সহায়তার আশ্বাস দেয়া হয়। যাতে তারা রাখাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কিন্তু তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। মুসলিমদের দাবি, জান্তা সরকার তরুণদের অপহরণ করছে জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করার জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন