ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেনের বাবা আবু তালেব সরদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
শুক্রবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আবু তালেব সরদার (৮২) হৃদযন্ত্র ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে অসুস্থ বোধ করলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা যাওয়ার পথে আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্রসহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।