হোম Uncategorizedবাংলাদেশ যুগের হাওয়া

যুগের হাওয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 409 ভিউজ

লেখক

প্রণয় ব্যানার্জি

মেলায় গিয়ে পাঁপড় ভাজা
খেতে লাগে ভারিমজা,

দই সন্দেশ হার মেনে যায়
কড়াই ভাজা তেলে,

মুক্ত হীরের নেইকো কদর
স্ত্রীর চেয়ে শালির আদর,

পিতল কাঁসার কমছে ব্যবহার
ঝুঁকেছে স্টিলে,

জ্ঞানী-গুণীদের নেই সমাদর
মন্ত্রী দাশীর ছেলে,

পিতা-মাতার দেয়না অন্ন
খুশি বন্ধু এলে,

রুই-কাতলা টাটকা ভাষা
ইলিশ হল মাছের রাজা,

এসব কিছু আজ ফেলে
তিনশ টাকা কেজি দরে
খাচ্ছে কিনে বেলে,

এই যদি হয় যুগের হাওয়া
কঠিন হবে বাঁচতে চাওয়া,

তাই এসো সবাই মিলে
নতুন করে জগৎটাকে
আবার সাজায় ঢলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন