হোম বরিশালপিরোজপুর যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে, আগামী নির্বাচনে সেটাই হবে আমাদের লক্ষ্য-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর অফিস:

যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের পাশে ঝাটকাঠিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকে শেখ হাসিনা যেখানে নিয়ে যাচ্ছেন এটা যাদের বোঝার ক্ষমতা নেই সেই নির্বোধদের নিয়ে বোঝাবার চেষ্টা করে লাভ নেই । পিরোজপুরে একটি আধুনিক পাসপোর্ট অফিস হবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি । উন্নয়েনের বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, এই সব উন্নয়ন দেয়া সম্ভব হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা আছে ,শান্ত পরিবেশ আছে, শান্তিপূর্ণ অবস্থা আছে সে কারণেই এটা সম্ভব হয়েছে । সবই সম্ভব হয়েছে একজন মহামানবের কারণে । তিনি আমাদের রষ্ট্র ক্ষমতায় যিনি। তিনি নিজেকে সেবক মনে করেন । তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে আবার ১০ বার দুর্নীতিতে চ্যাম্পিয়্যান হত দেশ । তিনি না থাকলে আবার জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠবে। তিনি না থাকলে সা¤প্রদায়িক স¤প্রীতি থাকবেনা না এ দেশে। তিনি না থাকলে উন্নয়নের অগ্রযাত্রা বারবার ব্যাহত হবে । কাজেই এই উন্নয়ন থেকে আমাদের দায়িত্ব রয়েছে। যিনি আমাদের উন্নয়ন দেন আমরা তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবো । আগামী নির্বাচনে সেটাই হতে হবে আমাদের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এর সভপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ সচিব মোশারফ হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান উপস্থিত ছিলেন।

১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৪ কোটি সাড়ে ৭২ লক্ষ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির উপর ৫লা ফাউন্ডেশনে ৩ তলা ভবনটি নির্মান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন