যশোর অফিস :
যশোরে করোনার সংক্রমণ দিন দিন কমছে। কমছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে সনাক্তের হার ৫ শতাংশ। জেলায় এ পর্যান্ত প্রথম ডোজ টিকা দেওয়া ১৩ লাখ ৬৪ হাজার ২২৫জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৬ জনকে। এ পর্যন্ত টিকার জন্য রেজিস্টেশন করেছে ৯ লাখ ৭৩ হাজার ৪৫ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রানুযায়ী আজ যশোর জেলায় ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা পজিটিভ হয়েছে।
করোনায় জেলায় এ পর্যন্ত মৃত্যু ৪৮৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৩১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৫১৪ জন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, জেলায় আক্রান্ত ও মৃত্যু হার কমছে এবং অক্রান্তের সংখ্যা ৫ শতাংশের নিচে। আমরা আক্রান্তের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই।