রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য এমপি। একই দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ও কামরুল হাসান বারী। অপরদিকে, বিকেলে মনিরামপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু এবং হুমায়ুন সুলতান শাদাব।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও এই আসনের বর্তমান এমপি এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘আমি আশা করছি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের নৌকা প্রতীকে মনিরামপুরবাসী ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।’
স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেন, ‘মনিরামপুরবাসীর আশার প্রতিফলন ঘটানোর জন্যই আমি এই আসনে প্রার্থী হয়েছি। আমার প্রতি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের যে ভালোবাসা দেখেছি, তাই আমি মনে করি জনগণ নির্বাচনে আমার পাশে থাকবে।’