হোম অন্যান্যসারাদেশ যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ
ইবি সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এসময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টরা।
পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে শোক র‌্যালি বের হয়। র‍্যালিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে এসে সমবেত হয়।
পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর একে একে শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, আবাসিক হল, বিভিন্ন বিভাগ এবং সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দীন খান।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার  (১৩ ডিসেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন