হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেল ১৩০ টি পরিবার।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি জরুরি সেবা ৩৩৩ নাম্বারে ফোন করে ১৩০ টি অসহায় ও দুস্থ পরিবার পেল খাদ্য সহায়তা। করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া পরিবারগুলো ৩৩৩ নাম্বারে ফোন করে তাদের খাদ্য সংকটের কথা জানালে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন তদন্ত ও যাচাই বাছাই করে উক্ত পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা পৌছে দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাছাইকৃত এ সকল পরিবারের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল। এসময় উপস্থিত ছিল মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপ-সহকারী প্রকৗশলী শেখ বোরহান উদ্দিন, মোঃ হাসিবুর রহমান, মোঃ জাহিদ হাসান, মোঃ নাসিবুল হাসান, ও মোঃ আশিকুল ইসলাম শোভন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন