হোম অন্যান্যসারাদেশ মোংলার কেওড়াতলায় নিরিহ পরিবারের চলাচলের পথ জবর দখল করে রাখার অভিযোগ ভুমিদস্যু আঃ বারী বিরুদ্ধে

মোংলার কেওড়াতলায় নিরিহ পরিবারের চলাচলের পথ জবর দখল করে রাখার অভিযোগ ভুমিদস্যু আঃ বারী বিরুদ্ধে

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

মোংলা প্রতিনিধি :
মোংলার কেওড়াতলা এলাকার বাসিন্ধা আবদুল বারির বিরুদ্ধে নিরিহ একটি পরিবারের চলাচলের রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠেছে। একই সাথে তার বিরুদ্ধে আরো কয়েক ব্যাক্তির ভুমি দখল ও হুমকি ধামকির দেয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও সাধারন ডায়রি করেছে ভুক্তভোগীরা।

থানায় দাখিলকৃত অভিযোগ ও জিডি সুত্রে জানাযায়, কেওড়াতলা এলাকায় একই ব্যাক্তি নিকট থেকে ভুমি খরিদ করেন কবির হোসেন ও অভিযুক্ত আঃ বারী। এরপর প্রভাবশালী আঃ বারী খরিদকৃত ভুমির রাস্তার পাশ্বের অংশ টুকু দখল করেনেন। আর ভুমি খরিদের পর কবির হোসেন এর মৃত্যু হয়। তার আসহায় স্ত্রী সন্তান পেছনের অংশে বসবাস করতে থাকেন। তাদের খরিদকৃত দলিলে তিনফুট রাস্তার উল্লেখ থাকলেও জোর পূর্বক সেটি দখল করে রেখেছেন প্রভাবশালী আবদুল বারী। ন্যায় বিচার আর চলাচলের রাস্তা পেতে মরহুম নুর ইসলামের স্ত্রী সূর্য বানু একটি লিখিত অভিযোগ করেছেন মোংলা থানায়। একই এলাকার বাসিন্ধা দন্ত চিকিৎসক মোঃ নুরুল ইসলাম তার মালিকানা ভুমি জোর পূর্বক দখল নেয়ার জন্য প্রতিনিয়ত বিবাদ তৈরী করছেন আঃ বারী এমন । এমন দাব্ িকরে তিনি মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । স্থানীয় আরেক বাসিন্ধা মোঃ শাহাদাৎ হোসেন তার ভুমি দখল নেয়ার জন্য তার সাথে দির্ঘ দিন বিরোধ তৈরী করে তাকে নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে এমন অভিযোগ করে মোঃ আঃ বারী ও তার দুই সন্তান নাইম মোল্লা ও হোসাইন মোল্লার বিরুদ্ধে মোংলা থানায় সাধারন ডায়রি করেছেন।

সাধারন ডায়রি আর অভিযোগকারীরা জানান,আবদুল বারী মোংলা বন্দর হারবার বিভাবে চাকুরী করতেন। একই সাথে তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকায় তিনি একটি শক্তিশালী ভুমি দস্যু বাহিনী তৈরী করেছেন। লালন পালন করেন কিছু মাদকসেবী। তার অত্যাচারে আমাদের মতো অনেক নিরিহ মানুষ হয়রানীর শ্বীকার হচ্ছে।। তার অত্যাচার থেকে রক্ষা পেতে আমরা থানা পুলিশের সহায়তা চেয়েছি। পুলিশের নির্দেশনাও মানছেননা প্রভাবশালী আঃ বারী।

এ বিষয়ে মোংলা থানার এস আই অমিত কুমার বিশ্বাস জানান,লিখিত অভিযোগ পেয়ে তিনি বাদী-বিবাদী
কে ডেকে তাদের কাগজ পত্র দেখেছি। অভিযোগকারী সূর্যবানুর দলিলে চলাচলের রাস্তার কথা উল্লেখ রয়েছে। জমিজমা নিয়ে কোন প্রকার বিরোদ সৃষ্টি না হয় সে জন্য তাদেরকে দলিল মোতাবেক মাপজোপ করে নেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে আঃ বারী জানান, তিনি রাস্তা দিতে পারবেন না। চলাচলে সমস্যা হলে সূর্যবানুর সম্পত্তি তার কাছে বিক্রি করে দিতে পারে। এ বিষয়ে সংবাদ না করার জন্য তিনি ছাত্রদলের পরিচয় বহনকারী এক মাদকসেবীকে সাংবাদিকদের ম্যানেজ করতে পাঠান। এর পর ওই যুবক নিজেকে নানা ভাবে উপস্থাপন করে কিছু টাকা দেয়ার চেষ্টা করেন সাংবাদিকদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন