হোম ফিচার মানুষকে ঘরে ফেরাতে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মানুষকে ঘরে ফেরাতে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ খেটে খাওয়া মানুষকে ঘরে ফেরাতে নিজ বাড়িতে অবস্থানকারী অসহায় মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন হলরুমে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা জেলাসহ সারা দেশে প্রাণঘাতী করোনার প্রভাবে মানুষ কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে। সাতক্ষীরার খেটে খাওয়া মানুষকে ঘরে ফেরাতে নিজ বাড়িতে অবস্থানকারী অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার সেটা কাজে প্রমাণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে। সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও বিস্তার রোধে এবং নিরাপত্তার লক্ষ্যে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে জেলা পুলিশ।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রতিদিন দিনে ও রাতে মানুষকে ঘরে ফেরাতে নিজ বাড়িতে অবস্থানকারী অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ। এসময় সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন