মাগুরা অফিস :
মাগুরায় আজ সোমবার থেকে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয় ও সংগ্রহ শুরু হয়েছে। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিুজুর রহমান।
এছাড়া মিলার ও কৃষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০লক্ষ্য ৯৫ হাজার মেট্রিক টন, চাল ৫৩ লক্ষ্য ৬৯ হাজার মেট্রিক টন।