হোম অন্যান্যসারাদেশ মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু

মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু

কর্তৃক
০ মন্তব্য 160 ভিউজ

মাগুরা প্রতিনিধি:
পুলিশি সেবা মানুষের দার গোড়ায় পৌঁছে দিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডে আজ বুধবার থেকে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। দুপুরে একতা কাঁচা বাজার মোড়ে বিট পুলিশের একটি অফিস উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন, স্থানীয় ওয়ার্ড কাউ‌ন্সিলর মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইদুর রহমান, পরিদর্শক অপা‌রেশন্স মোহাম্মদ আশরাফুল ইসলাম বিট অ‌ফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সদর থানার ২২টি পয়েন্টে বিট পুলিশিং চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ ওয়ার্ডে অফিস উদ্বোধনের মাধ্যমে বিট পুলিশের কার্যক্রম শুরু হল।

এখানে ১জন উপ-পরিদর্শক(এসআই), ১জন সহকারী উপ-পরির্দশক (এএসআই) ও ১জন কনস্টেবল সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। মানুষ যে কোন সমস্যায় পুলিশি সেবা প্রাপ্তির ক্ষেত্রে এলাকায় বসেই তাদের সহযোগিতা নিতে পারবেন। এ জন্যে থানায় যেতে হবে না।

পাশাপাশি এলাকার মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভ‌টি‌জিং ও বাল্য‌বিবাহসহ নানান বিষ‌য়ে বিট পুলিশকে তথ্য দি‌য়ে সহায়তা করার জন্য সকলের প্র‌তি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন