হোম অন্যান্যসারাদেশ মাগুরার মহম্মদপুরে উপজেলা পর্যায়ে বৃহত্তম জাতির পিতার মুর‌্যাল উদ্বোধন

মাগুরার মহম্মদপুরে উপজেলা পর্যায়ে বৃহত্তম জাতির পিতার মুর‌্যাল উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

মাগুরা অফিস :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে বৃহত্তম জাতির পিতার মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে মুর‌্যালটির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহম্মদ মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী প্রমূখ।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ হিসেবে ২৯ ফুট উচ্চতা নিয়ে ম্যুরালটি নির্মিত হয়েছে। সিরামিক টাইলসের সাথে শিল্পের ছোঁয়া দিয়ে এটি তৈরি করেছেন ভাস্কর চন্দ্র শেখর দাস ও মিহির কান্তি। জাতির পিতার এ মুর‌্যালটি উপজেলা পর্যায়ে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় উচ্চতার। ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ম্যুরালটি আকর্ষণীয় করতে উপজেলা পরিষদ চত্বরে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, ফুলের বাগান ও শিশুদের খেলার জায়গা রয়েছে। যা ইতিমধ্যে উপজেলাবাসীর দৃষ্টি কেড়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন