মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু। আজ মঙ্গলবার দুপরে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ড. শ্রী বীরেন শিকদার।
১৯৯৪ সালে মাগুরা-২ আসনের সাবেক সাংসদ শফিকুজ্জামানের পিতা অ্যাডভোকেট আসাদুজ্জামানের মৃত্যুর পর এ আসনটির উপ নির্বাচনে এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পরাজিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন না পেয়ে নেতা-কর্মীদের চাপে শফিকুজ্জামান সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের নারী সদস্য নাজনীন রব্বানী। তার পক্ষে মনোনয়ন ক্রয় করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. ঈদুল শেখ। এ সময় মুল সংগঠনের একাধিক নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার মএমএজি মোস্তফা ফেরদৌস এবং উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।