হোম তথ্যপ্রযুক্তি মনিরামপুর ইউএনও অফিসে তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য পায়নি প্রেসক্লাবের সভাপতি

মনিরামপুর ইউএনও অফিসে তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য পায়নি প্রেসক্লাবের সভাপতি

কর্তৃক
০ মন্তব্য 721 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

সরকারী বিধিমেনে তথ্য অধিকার আইনে আবেদনের একমাসেও তথ্য পায়নি মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন। বুধবার তার ফেসবুক আইডিতে আবেদনের কপিসহ এমন একটি স্ট্যাটাস আপলোড করলে মূহুর্তে বিষয়টি ভাইরাল হয়।

স্ট্যাটাসে তিনি জানতে চান, প্রেসক্লাবের সভাপতি হয়ে নিয়ম মেনে তথ্য চেয়ে পেলাম না, তা হলে সাধারণ মানুষ উপজেলা থেকে কি কোন তথ্য পাবে বলে মনে হয়? তার এই স্ট্যাটাসে মূহুর্তেই নানা মন্তব্যের ঝড় শুরু হয়।

মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ লিটনের ব্যবহৃত ফেসবুক আইডিতে ওই স্ট্যাটাস ও তথ্য চেয়ে করা আবেদন সূত্রে জানাজায়, ২০১৯/২০২০ অর্থ বছরের এডিবি’র তথ্য চেয়ে তিনি গত ১২ জুলাই আবেদন করেন। কিন্তু অদ্যবধি তাকে কোন তথ্য সরবরাহ করা হয়নি।

তার দেওয়া স্ট্যাটাসটি সংযোজনা-বিয়োজন ছাড়াই পাটক দের জন্য তুলে ধরা হলো “আমি ২০১৯/২০২০ অর্থ বছরের এডিপির তথ্য চেয়ে তথ্য আইন অনুসরণ করে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আবেদন করছি গত ২০২০-১২ জুলাই তারিখে।

আজ এক মাস অতিবাহিত হলেও আমি কোন তথ্য পায়নি। আর তথ্য পাবো কিনা সে তথ্যও পায়নি। মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি হয়ে নিয়ম মেনে তথ্য চেয়ে পেলাম না, তা হলে সাধারণ মানুষ উপজেলা থেকে কি কোন তথ্য পাবে বলে মনে হয়? খুব জানতে ইচ্ছা করে।

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, সংশ্লিষ্ট দপ্তর সময় মতো তথ্য দিতে না পারায় আমরা সরবরাহ করতে পারেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন