হোম জাতীয় মনিটরিং সেলে সিইসি, কোথাও কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ

মনিটরিং সেলে সিইসি, কোথাও কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) স্থাপিত আইনশৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে হঠাৎ উপস্থিত হন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে সারা দেশের ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি শোনেন এবং তাদেরকে কোথাও কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশ দেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনে স্থাপিত আইনশৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল ঘুরে দেখে তিনি দায়িত্বরতদের এই নির্দেশনা দেন।

মনিটরিং সেলে ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সারাদেশ থেকে আসা অভিযোগগুলো শোনেন।

সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আপনারা সার্বিক দিক খেয়াল রাখবেন, কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন, নির্দেশনা দেবেন। কাউকে কোনো ছাড় দেবেন না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন