মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে গরুবোঝাই আলমসাধুকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বালুবোঝাই ট্রাক উল্টে পুকুর পড়ে। এতে চালকসহ তিন আহত হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১২ টারদিকে উপজেলার কালিবাড়ি-মশিয়াহাটি সড়কের লখাইডাঙ্গা এলাকায়। আহতদের উদ্ধারের পর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা দেওয়া হয়।
বালির মালিক নেহালপুরের ইকবাল হোসেন জানান, সোমবার বেলা ১১ টারদিকে মণিরামপুর থেকে বালুবোঝাই ট্রাকটি মশিয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মশিয়াহাটি বাজারের সন্নিকটে লখাইডাঙ্গা পৌছলে গরুবোজাই একটি আলমসাধুকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল কুমারের পুকুরে উল্টে পড়ে।
এ সময় চালকসহ ট্রাকের কেবিনে মোট তিন ব্যক্তি আটকা পড়ে। স্থানীয়রা ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে তাদের উদ্ধার করে।এরা হলেন ট্রাক চালক আলমগীর হোসেন, মোস্তফা ও ফরিদ উদ্দিন।
এ ব্যাপারে নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।