হোম ফিচার মণিরামপুরে ফ্রেন্ডস এসোসিয়েশন’এর শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ফ্রেন্ডস এসোসিয়েশন’৯৯-এর উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে মণিরামপুর পৌরসভার হল রুমে ফ্রেন্ডস এসোসিয়েশন সভাপতি ও বাংলাদেশ কারিশিক্ষা বোডের্র কারিকুলাম বিশেষজ্ঞ আবদুল্লা আল মাবুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা এড. বশির আহম্মেদ খান, সংগঠনের সম্পাদক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোডের্র সহকারি পরিচালক আহসান হাবিব।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হাদী, সদস্য সুমন ঘোষ, মফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, প্রদীপ বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান শেষে গরীব-অসহায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন