হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চার ডাক্তারসহ ৬ জন করোনায় আক্রান্ত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মোট চার জন ডাক্তার করোনায় আক্রান্ত হলেন। নতুন আক্রান্ত ডাক্তার হলেন মেডিকেল অফিসার হোসাইন আলী। এছাড়াও একজন নার্স সহ উপজেলার বিভিন্ন প্রান্তে আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেনাথ। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার বসু জানান, গত সপ্তাহে নমুনা সংগ্রহের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। মঙ্গলবার এর মধ্যে আটজনের রিপোর্ট এসেছে পজেটিভ(করোনা আক্রান্ত)। এরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: হোসাইন আলী। তিনি মঙ্গলবার থেকেই নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও গত দুই সপ্তাহে আক্রান্ত হন স্বাস্থ কমপ্লেক্সের ডা: জিসান, ডা: নাজমিন, ডা: আমিনুল বারী। অপরদিকে আক্রান্ত হন নার্স আসমা বিশ্বাস ও মালি তোজাম্মেল। তারাও সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার উপজেলার আরো ছয়জনের করোনায় পজেটিভ রিপোর্ট এসেছে। এরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ মুছার ছোটভাই ঠিকাদার ফজলুর রহমান, নেবুগাতী গ্রামের বিধান রায়ের স্ত্রী রেখা রায়, মশ্বিমনগর কাঠালতলা গ্রামের মৃত আজগর আলীর ছেলে জনি হাসান, বাকোশপোল গ্রামের মৃত হানেফ গাজীর ছেলে মশিয়ার রহমান, কাজিয়াড়া গ্রামের আবদুল হামিদের ছেলে তারেক হোসেন এবং পৌরশহরের দূর্গাপুর এলাকার মৃত রহিম বক্সের ছেলে রজব আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, করোনা আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। সোমবার আরো আটজনের শরীর থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন