মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:
সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের সহযোগীতা প্রত্যাশা করে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং উপজেলায় কর্মরত সকল অফিসারকে সাথে নিয়ে দেবহাটা উপজেলাকে আরও আধুনিক ও মডেল উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান।
বৃহষ্পতিবার (৯ নভেম্বর) অপরাহ্নে দেবহাটা উপজেলাতে যোগদানের আগমুহুর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের অফিসে সরকারি অফিসার, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং দেবহাটা প্রেসক্লাব ও অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মো. আসাদুজ্জামান তার বক্তৃতায় আরও বলেন, ‘এতটা আন্তরিকতা, ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় দেবহাটাবাসি আমাকে বরণ করে নিবে তা আগে উপলব্ধি করিনি। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে দেবহাটাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কর্মকালীন সময়ে আপনাদের সকলকে সাথে নিয়ে দেবহাটাকে আরও আধুনিক ও মডেল উপজেলা গড়তে চাই। উপজেলার উন্নয়নের স্বার্থে পূর্ববর্তী নির্বাহী অফিসারদের যেভাবে আন্তরিকতার সাথে আপনারা সহযোগীতা করেছেন, ঠিক তেমনিভাবে আমাকেও সহযোগীতা করবেন বলে প্রত্যাশা করি।’
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানকে মিষ্টিমুখ করান এবং একইভাবে তার কাছ থেকেও সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমান, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম ও রেজাউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান প্রশাসন ক্যাডার (বিসিএস) ৩৪ ব্যাচের একজন মেধাবী, সৎ ও নিষ্ঠাবান অফিসার। তিনি ইতোপূর্বে সাতক্ষীরা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, গোপালগঞ্জে শিক্ষকতা, চাপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার এসিল্যান্ড, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি এবং সর্বশেষ তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দেড় বছর দায়িত্বরত থেকে সরকারের যাবতীয় উন্নয়ন প্রচেষ্টাকে তরান্বিত করেছেন।