হোম খুলনাসাতক্ষীরা ভারত থেকে বিপুল পরিমাণ ঔষধ নিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদের মোহনা কালিন্দি নদী থেকে এক চোরাকারবারি আটক

ভারত থেকে বিপুল পরিমাণ ঔষধ নিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদের মোহনা কালিন্দি নদী থেকে এক চোরাকারবারি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে নদী পথে বিপুল পরিমাণ ঔষধ নিয়ে বাংলাদেশে প্রবেশ কালে সাতক্ষীরা শ্যামনগরের পাঁচ নদের মোহনা কালিন্দি নদী থেকে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশন সদস্যরা উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। জব্দকৃত ভারতীয় ঔষধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটক চোরাকারবারি আরিফ হোসেন (৩৩) শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের পুত্র।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ নদের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় একটি দা এবং কাঠের ডিঙ্গি নৌকাটিও জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ঔষধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন