নড়াইল অফিস :
আগের কম দামে কেনা তেল বেশি দামে বিক্রয় করার অপরাধে বড়দিয়া বাজারে একটি প্রতিষ্ঠানকে ও দোকানে মূল্য তালিকা না থাকার অন্য একটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০মে) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে অভিযান চালিয়ে মিন্টু দাশকে ৫হাজার টাকা ও জগত বন্ধু ভান্ডার কে ৫শত টাকা, দুজনকে ৫৫০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক, মোঃ রাজীব হোসেন ও বিউটি আক্তার।
এ সময় প্রনব কুমার প্রামানিক বলেন, আজ সয়াবিন তেল সরবরাহ পরিস্থিতি তদারকি করতে বড়দিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে তেল বিক্রয় করার প্রমাণ পাওয়া একটি প্রতিষ্ঠানকে ও অন্য একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মিন্টু দাশের দোকানে আগের কেনা বোতলজাত সয়াবিন তেল যেখানে ১৬০টাকা লেখা আছে, তা বর্তমান রেটে ১৯৮ টাকায় বিক্রয় করা হচ্ছে। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার লঙ্ঘন এবং জগত বন্ধ ভান্ডারে দোকানে মূল্য তালিকা না থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘন।
তিনি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের সর্তক করতে প্রাথমিকভাবে কম জরিমানা করা হয়েছে। এসব অপরাধ করলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি মামলা ও প্রতিষ্ঠান সিলগালা করা হবে।