হোম চট্টগ্রামকুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, গ্রেফতার ৫

বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, গ্রেফতার ৫

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

অনলাইন ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।

বিকেলে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

ওসি জানান, এ ঘটনায় থানায় এখনেবা কোনো মামলা না হওয়ায় গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই পাঁচ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলার কুলিয়ারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, মুক্তিযোদ্ধা কানু কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন