দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত মনসুর আহমেদ স্মরণে কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের একাংশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সদ্য প্রয়াত সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর আ’লগি নেতা জিএম শফিউল আলম, কাউন্সিলর আলফাজ উদ্দিন, কাউন্সিলর যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, ইউনিয়ন আ’লীগ নেতা মহিদুল ইসলাম,তাঁতিলীগ নেতা বিল্লাল হোসেন আবিরসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সভাটি পরিচালনা করেন আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক এমএ কালাম। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।