হোম অন্যান্যসারাদেশ বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদ মনসুর আহমেদ স্মরণে কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

 

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত মনসুর আহমেদ স্মরণে কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের একাংশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সদ্য প্রয়াত সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর আ’লগি নেতা জিএম শফিউল আলম, কাউন্সিলর আলফাজ উদ্দিন, কাউন্সিলর যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, ইউনিয়ন আ’লীগ নেতা মহিদুল ইসলাম,তাঁতিলীগ নেতা বিল্লাল হোসেন আবিরসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সভাটি পরিচালনা করেন আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক এমএ কালাম। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন