জাতীয় ডেস্ক:
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার কোনো কাজই হচ্ছে না৷ বিশ্বনেতারা কথা দিলেও সে কথা রাখেন না বলে জানালেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হয় এ সংবাদ সম্মেলন।
তিনি বলেন, মিয়ানমারের অবস্থা খুবই খারাপ৷ সীমান্তে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় সরকার ধৈর্য ধরে পা বাড়াচ্ছে। নতুন করে রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এবারও কথা বলেছি বিশ্ব নেতাদের সঙ্গে। কিন্তু কোন কাজ হচ্ছে না। যখনই বলি, তারা কথা দেন। পরে আর উদ্যোগ নেন না।
শেখ হাসিনা বলেন, যুদ্ধের কারণে যন্ত্রণায় কম-বেশি সব দেশই ভুগছে৷ সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সাধারণ মানুষের৷ যুদ্ধ দুই দেশের হলেও, তা সেখানেই সীমাবদ্ধ থাকছে না৷ মিয়ানমার ইস্যুতে কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না৷ যা কিছু হবে শান্তিপূর্ণভাবে৷ এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় আমরাই শান্তিতে বসবাস করছি৷