হোম রাজশাহীনওগাঁ বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের চাকরি ফেরতের দাবিতে নওগাঁয় মানববন্ধন

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের চাকরি ফেরতের দাবিতে নওগাঁয় মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

অনলাইন ডেস্ক:

নয় দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত ও চাকুরিচ্যুত সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

কর্মসূচিতে নওগাঁ ও বগুড়া জেলার চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন। মানববন্ধনে বক্তব্য দেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য আব্দুস সামাদ। এসময় চাকরিচ্যুত সিপাহী দেলোয়ার হোসেন, সিপাহী সোহরাব হোসেন, সিপাহী জিয়াউল হক, আটক সিপাহী জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমী বানু, পিলখানায় নিহত নায়েক সুবেদার মোজাম্মেল হকের ছেলে মোহায়মেনুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।

নয় দফা দাবি দিয়ে বক্তারা বলেন, পিলখানার হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। মূল ঘটনা আড়াল করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের জেল দেয়া হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে। এমনকি অনেককে জোর করে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

তারা আরও বলেন, হাসিনা সরকারের পতনের পর এখন কথা বলার স্বাধীনাতা এসেছে। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জেলবন্দিদের মুক্তি এবং যাদের বয়সসীমা আছে, তাদের চাকরি ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন