হোম অন্যান্যসারাদেশ বাড়িতে খাবার না থাকায় থানায় হাজির বৃদ্ধা

বাড়িতে খাবার না থাকায় থানায় হাজির বৃদ্ধা

কর্তৃক
০ মন্তব্য 76 ভিউজ

অনলাইন ডেস্ক:

নরসিংদীর মনোহরদীতে খাবার না থাকায় থানায় হাজির হন এক নারী। পরে পুলিশ খাদ্যসামগ্রীসহ ওই নারীকে বাসায় পৌঁছে দেয়। শুক্রবার (১০ এপ্রিল) মনোহরদী থানায় এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে ঘরে খাবার না থাকায় সরাসরি মনোহরদী থানায় চলে আসেন চন্দনবাড়ি চরপাড়া গ্রামের বেগম (৬০) নামের ওই বৃদ্ধা। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি শোনেন। তিনিই পরে ওই নারীকে খাদ্যসামগ্রী দেন। খাদ্য সামগ্রীসহ বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থাও করে পুলিশ।

নরসিংদীতে করোনাভাইরাস মোকাবেলায় অলিগলিতে টহল দেওয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে জেলা পুলিশ। ’ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনও প্রয়োজনে থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসবো’ -মাইকিং করে এমন প্রচারণা চালাচ্ছে পুলিশ।

মাইকিং শুনে থানা থেকে ওই নারীর বাড়ির দূরত্ব কম হওয়ায় তিনি সরাসরি চলে আসেন থানায়। খাদ্যসামগ্রী পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সব পুলিশ যাতে ভালো থাকে, আমি সে দোয়া করি।

ওসি মো. মনিরুজ্জামান জানান, ওই নারীর বাসা কাছে হওয়ায় মাইকিং শুনে তিনি চলে এসেছেন। এমনিতেও বিভিন্ন জন বিভিন্ন সময়ে থানায় ফোন করে নানা রকম সাহায্য চাইছেন। আমরা চেষ্টা করছি সহিযোগিতার। আমাদের ত্রাণের কোনও বরাদ্দ নেই। থানার ফান্ড থেকেই যতটুকু পারছি এই অসহায় মানুষগুলোকে সাহায্য করছি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন