কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে এক মৎস্য খামারির ৪০ লাখ টাকা মূল্যমানের মাছ নিধন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি থানায় করেছেন মামলা।
শুক্রবার রাতে জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের পিউরি গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞাত কারণে বিষ প্রয়োগ করে বড়জাতের বিপুল পরিমাণ পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
পিউরির পৈলনপুর গ্রামের দেলোয়ার হোসেন উজ্জ্বল বেকারত্ব দূর করতে ২ বন্ধু ৪ একর জমি খনন করে একটি মৎস্য খামার গড়ে তুলেন।
শুক্রবার রাত থেকে রহস্য জনক কারণে খামারে হাজার হাজার মরা মাছ ভেঁসে উঠে। আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকার মাছ মরে ভেঁসে উঠেছে এমনটাই দাবি খামারির।
খামারি উজ্জল বলেন, দুই বন্ধু মিলে বানিজ্যিক ভাবে মাছ চাষ করার আশায় ৪ একর আয়তনের এই পুকুর ২ বছর আগে ১৫ লক্ষ টাকায় ৫ বছরের জন্য লিজ নেই। পুকুরের লিজ, রেনুপোনা, সেঁচ পানি, লেবার সহ অন্যন্য খরচ বাবদ চল্লিশ লক্ষ টাকার অধিক ব্যয় হয়েছে।
বাজিতপুর থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
s