খেলার সংলাপ:
দিন চারেক পরেই ইংল্যান্ডের চেসমফোর্ডে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এখনও এই সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই বিষয়ে আশার বাণী শোনাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।=
আজ বৃহস্পতিবার (৪ মে) বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে এ বিষয়ে বলেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি বাংলাদেশে কোনো চ্যানেলে খেলা দেখানো হবে কিনা। যদিও তারা এখনও কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে আমরা খুব দ্রুতই বিষয়টি জানতে পারব’।
নিজামউদ্দিন আরও যোগ করেন, ‘ব্রডকাস্টিংয়ের বিষয় পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করে। তারাই এগুলো চূড়ান্ত করে। এটা আসলে তাদের দায়িত্ব। তারা যদি নিশ্চিত করে, তাহলেই আমরা জানতে পারব। আপনাদের মতো আমরাও আশা করি সাধারণ দর্শকরা যাতে খেলা দেখতে পারে। এজন্যই তাদের সাথে যোগাযোগ করা’।
ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সেখানে চলছে অনুশীলন ক্যাম্প। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। আগামীকাল (৫ মে) ৫০ ওভারের সেই ম্যাচে তামিম-মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস।