হোম অন্যান্যসারাদেশ বসন্তপুর নদীবন্দর চালুর ব্যাপারে ভারতীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথে মতবিনিময় করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন

সংকল্প ডেস্ক:

বসন্তপুর নদীবন্দর চালুর জন্য নিরালস কাজ করে যাচ্ছেন বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। পাক-ভারত যুদ্ধের পর থেকে দীর্ঘদিন ধরে বসন্তপুর নদীবন্দর বন্ধ ছিল । ২৮ফেব্রয়ারি ২০২১ বসন্তপুর নদীবন্দর পূণরায় চালু করার জন্য আবেদন করেন তিনি। ২৪ জুন ২০২২ বসন্তপুর নদীবন্দর বিষয়ক সাব কমিটি অনুমদোন পায় । তার ঐক্লান্তিক প্রচেষ্টার ফলে ২৫ অক্টোবর২০২২ বসন্তপুর নদীবন্দর এর গেজেট প্রকাশিত হয়েছে । বসন্তপুর নদীবন্দর এর যায়গা অধিকরণ এর জন্য জেলা প্রশাসক এর কার্যলয়ে চিঠি পাওয়ার পর প্রথম দফায় গত ২৯ আগষ্ট রোজ মঙ্গলবার ইন্ডিয়ান IWAI অফিসের ডিরেক্টর জনাব মি. কুমার এর সাথে মিটিং করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। দ্বিতীয় দফায় ৩ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার ভারতীয় প্রতিমন্ত্রী জনাব শান্তনু ঠাকুরের সাথে মতোবিনিময় করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। বসন্তপুর নদীবন্দর বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় ভারতীয় প্রতিমন্ত্রী জনাব শান্তনু ঠাকুরের সাথে। তিনি বেশ মনোযোগ দিয়ে শুনেছেন তার কথা। বসন্তপুর নদীবন্দর চালুর অগ্রগতির ব্যাপারে বেশ সুসংবাদ দিয়েছেন তিনি। আলোচনা শেষে উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী ও আমাদের ভাই শেখ রাসেলের উপর লেখা বই দেওয়া হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশী সাংবাদিক রবিউল ইসলাম শুভ।

ভারতীয় প্রতিমন্ত্রী জনাব শান্তনু ঠাকুরের সাথে আলোচনা শেষ করে বসন্তপুর নদীবন্দর এর ভারতীয় অংশ হিঙ্গলগঞ্জ পরিদর্শনে যান শেখ এজাজ আহমেদ স্বপন,(আহবায়ক,বসন্তপুর নদীবন্দর কমিটি,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,সাতক্ষীরা জেলা)। প্রথমে তিনি হিঙ্গলগঞ্জ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ নদীবন্দর ব্যাবসায়ি সমিতি সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ। এরপর হিঙ্গলগঞ্জ নদীবন্দর ব্যাবসায়ি সমিতির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন