হোম অন্যান্যসারাদেশ বগুড়ায় ছুরিকাহত ছাত্রলীগ নেতা তাকবির আইসিইউতে মারা গেছেন প্রধান অভিযুক্ত আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফ বহিস্কার

সংকল্প ডেস্ক :

বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাহত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান মঙ্গলবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। বাইকে ধাক্কা লাগার জেরে বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে তাকবিরসহ ৫ জন আহত হন। তাকবির ইসলাম খান মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আবদুল ওয়াদুদ জানান, মাথা এবং কোমরের দু’দিকে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের কারণে তাকবিরের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিলো। সোমবার রাতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্ট নেয়া হয়! বিকেল সাড়ে ৩টার দিকে তাকবিরকে মৃত ঘোষণা করা হয়। নিহত তাকবির বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালতিনগর দক্ষিণ পাড়ার জহুরুল ইসলাম খান দুলালের ছেলে।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে শহর থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাবার পথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি তখনকার মতো মিটে গেলেও ওইদিন রাতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় তাকবির ছুরিকাহতসহ উভয় পক্ষের ৫ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ১৩ মার্চ দুই গ্রুপের পক্ষ থেকে সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খানের মা আফরোজা ইসলাম বাদী হয়ে আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে মামলা করেন।

অপরদিকে আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ হাসান বাদী হয়ে তাকবীর ইসলাম খানসহ ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাত জনের মামলা করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তাকবিরের মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে চলবে।

তিনি জানান, লাশ পুলিশ হেফাজতে নিয়ে শজিমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত , আব্দুর রউফ নিহত ছাত্রলীগ নেতা তাকবিরের মায়ের দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন