হোম অন্যান্যসাহিত্য বইমেলায় দর্শনার্থীদের পকেট কাটছে অস্থায়ী ফুড কোর্ট

বইমেলায় দর্শনার্থীদের পকেট কাটছে অস্থায়ী ফুড কোর্ট

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

সাহিত্য ডেস্ক:

অমর একুশে বইমেলার এবারের আয়োজন পেরিয়ে গেছে অর্ধেক সময়। ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময়ে মেলা জমে উঠেছে পুরোদমে। তবে বইয়ের পাশাপাশি ক্রেতা সমাগম বেড়েছে সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী ফুড কোর্টে। এসব দোকানে বাড়তি দামে পকেট কাটছে ভোক্তার।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, খাবারের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। তবে খাবারের দাম শুনে চিন্তার ভাঁজ তাদের কপালে।

দর্শনার্থীরা জানান, প্রতিটি খাবারে ১০-২০ টাকা বাড়তি নিচ্ছেন বিক্রেতারা। প্যাকেটজাত খাবারগুলোতেও রাখা হচ্ছে বাড়তি দাম।

অন্তর নামে এক দর্শনার্থী বলেন, প্রতিটি আইসক্রিমে ১০ টাকা করে বাড়তি নেয়া হচ্ছে। এ ছাড়া প্রতিপিস চিকেন চাপ ১৮০ টাকা, লুচি ২০ টাকা ও বিরিয়ানির দাম নেয়া হচ্ছে ২০০ টাকার ওপরে।

উজ্জ্বল নামে আরেক দর্শনার্থী বলেন, একে তো খাবার অত্যন্ত নিম্নমানের, তার ওপর দাম রাখা হচ্ছে বেশি। এতে ঘুরতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, বাইরের দামের চেয়ে কিছুটা দাম বাড়িয়ে নেয়া হচ্ছে, এটা সত্যি। মূলত খাদ্যপণ্যের দামসহ নানা আনুষঙ্গিক খরচ বাড়ায় দাম বাড়িয়ে নেয়া হচ্ছে।

পুরান ঢাকার হাজী বিরিয়ানি অ্যান্ড শাহী কাবাব ঘরের বিক্রেতা বলেন, খাবারের দাম বাইরে থেকে সামান্য বেশি রাখা হচ্ছে। তবে সেটি মাত্রাতিরিক্ত নয়।

আইসক্রিম বিক্রেতা হাবিব জানান, এখানে দোকান পরিচালনার খরচ রয়েছে। তাই প্রতিটি আইসক্রিমে ১০ টাকা বেশি রাখছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন