হোম ঢাকাফরিদপুর ফরিদপুরের বাজারে কমেছে পেয়াজের ঝাঝ, ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত

ফরিদপুর প্রতিনিধিঃ

গত দুই দিন পর পেয়াজের বাজার অস্থিরতার ঝাঝ কিছুটা কমতে শুরু করেছে। আজ সোমবার শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারসহ বিভিন্ন বাজারে পেয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। গত শুক্রবার ভারত থেকে পেয়াজ আমদানী বন্ধ এমন ঘোষনার পর থেকে বাজারে আকাশ ছোয়া দামে বিক্রি হতে থাকে। বাজারে পেয়াজের সংকট ও অসাধু কিছু ব্যবসায়ীর দৌরাত্বে এমন দামের প্রভাব নিয়ে ক্রেতা-বিক্রেতাদের পাল্টা-পাল্টি অভিযোগ।

এদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পক্ষ থেকে আজও পেয়াজের বাজার মনিটরিং চলছে। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, হঠাৎ করে অস্বাভাবিক ভাবে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা জেলার বিভিন্ন পেয়াজের আড়ত ও খুচরা বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা চলছে। আড়তদারদের ক্রয় রশিদ পরীক্ষা করে যৌক্তিক দামে পেয়াজ বিক্রির জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

ভোক্তা অধিকার আইনের ব্যপ্তয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মুড়িকাটা পেয়াজ পুরোদমে উঠতে শুরু করলে বাজার পরিস্থিতি আরো স্বাবাবিক হবে বলে তিনি আশা করেন।জেলার বাজারের মুড়িকাটা নতুন পেয়াজ ১০০-১১০টাকা, দেশী পুরাতন পেয়াজ ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেয়াজ ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন