অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবোঝাই একটি ট্রলারে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (২৬ জুন) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ট্রলারটিতে ৩-৪ জন লোক ছিল। একজনকে দগ্ধ অবস্থায় পাওয়া গেলেও বাকিদের খোঁজ এখনও জানা যায়নি। দগ্ধ একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মূলত, তেল ডিপো থেকে তেল নিচ্ছিল ট্রলারটি। সেখানে রান্নার কাজ চলছিল। সেখান থেকেই আগুন পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে পুড়ে যায় ট্রলারটি।