ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় শনিবার দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত বজ্রপাতের হাত থেকে রক্ষায় ব্যপক হারে তাল গাছ লাগনো কর্মসূচীর অংশ হিসেবে কলেজের ২ একর জমিতে ফলদ বৃক্ষের বাগান করবার পরিকল্পনা হাতে নেওয়া হয়। বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রদান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুনর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, কলেজ পরিচালনাপরিষদের সদস্য মোঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন,মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা, প্রভাষক বিকাশ রঞ্জন বিশ্বাস, উৎপল কুমার দাস, কমলেশ চন্দ্র হালদার প্রমুখ।