ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার মূলঘরের কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শিশু পোষাক সহ ৬শত দরিদ্র নারী-পুরুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগার চত্ত¡রে আশালতা স্মৃতি পাঠাগারের পক্ষে এসব মানুষের মাঝে বিতরণ করেন ব্যাংক কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক বৈষ্ণব দাস মন্ডল।
এদিন ২৭৫জন শাড়ী, ১৭৫ জনকে লুঙ্গি, ১০০জনকে ধুতি-গেঞ্জি ও ৫০জন শিশু শিক্ষার্থীকে পোষাক বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বাদশপল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল, উৎপল মন্ডল, সুব্রত মন্ডল, সুদেব মন্ডল, হীরামন মন্ডল প্রমূখ।