ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার মাদক মামলার নয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে খুলনা র্যাব-৬ এর একটি দল।
মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায় জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপনে সংবাদ পেয়ে র্যাব-৬ এর একটি দল খুলনার নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় গত ০৫/০৯/২০১৬ তারিখ একটি মাদক মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে নয় বছরের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। মামলা নং-জিআর-১১৭/১৬।
বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈ মো. খায়রুল আনাম। তিনি জানান, শেখ শরিফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।