ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৯২টি আশ্রয় কেন্দ্র।
এদিকে অশনির প্রভাতে সোমবার সকাল থেকে ফকিরহাটে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুড়ি গুড়ি ও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির ফলে ক্ষেতের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, উপজলো প্রশাসনরে পক্ষ থেকে ঘুর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। ৯২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।