স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
শনিবার বিকেলে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেমবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠণিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহীদুজ্জামান, ছাত্ররীগ নেতা হাবিবুর রহমান খান প্রমুখ। সমাবেশের পুর্বে বিক্ষোভ মিছিল কেশবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।