হোম অন্যান্যসারাদেশ পুলিশের বাসা থেকে গুলি-পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা ওসির

পুলিশের বাসা থেকে গুলি-পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা ওসির

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

অনলাইন ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির পর এবার চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ডপুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ড

এর আগে গত সোমবার বিকেল ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থতলায় এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এসআই মো. রাকিব উদ্দিনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হয়।

ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন শুরু থেকে দাবি করে আসছেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও যদি ধরিয়ে দিতে পারলে ১ লাখ পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন