হোম জাতীয় পাবনায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

পাবনায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

জাতীয় ডেস্ক:

ভূট্টার ক্ষেতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে আলাউদ্দিন আলী ওরফে আলাল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়য়নের নেউতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মৃত আলাউদ্দিনের ছেলে আলম হোসেন জানান, বাড়ির অদূরে বিলের মধ্যে নিজের ভূট্টা ক্ষেতে কাজ করতে যান তার বাবা। এ সময় তীব্র রোদ ও গরমে অসুস্থ হয়ে জমির মধ্যেই জ্ঞান হারান তিনি। পরে ওই জমির পাশেই ঘাস কাটার সময় মজিবর রহমান নামের এক ব্যক্তি তাকে পড়ে থাকতে দেখতে পান।

এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে পাশের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আলাউদ্দিন আলীকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন আলী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা সিদ্দিকা।

তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে প্রতিদিনই মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।’

এর আগে শনিবার (২০ এপ্রিল) পাবনা রুপকথা সিনেমা হলের সামনে একজন হিটস্টোকে মারা যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন