নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় জুলফিকার আলী নামে এক ব্যবসায়ীকে গতিরোধ করে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারিরা। এঘটনায় ওই ব্যাবসায়ী বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
শনিবার (৮ আগষ্ট) রাত ৮ টার দিকে পাটকেলঘাটা বাজারস্থ জনৈক রস্তমের হোটেলের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
অভিযোগ জানাগেছে, তালা উপজেলার বড়কাশিপুর গ্রামের মীর কেরামত আলীর ছেলে মীর জুলফিকার আলী বাকিতে ইট ক্রয়ের টাকা পরিশোধ করার জন্য নগদ ৫০ হাজার টাকা নিয়ে শনিবার রাত ৮ টার দিকে পাটকেলঘাটা বাজারে যায়।
এসময় উৎপেতে থাকা শেখ রেজাউলের নেতৃত্বে ১০/১২ জনের একদল ছিনতাইকারী ব্যবসায়ী জুলফিকার আলীকে গতিরোধ করে মারপিট করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তাকে মাথা ও বুকে এলোপাতাড়ি মারপিট করে জখম করেন। বর্তমানে ব্যবসায়ী জুলফিকার আলী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রাজিব সরদার জানান, তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।