হোম খুলনানড়াইল নড়াইলের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করবো ’’মাশরাফি

নড়াইলের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করবো ’’মাশরাফি

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ

নড়াইল অফিস:

রবিবার ০৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। এর আগে তিনি ২০১৮ সালে নড়াইল -২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে নড়াইল বাসীর দাবী মাশরাফি বিন মোর্ত্তজা মন্ত্রী বা বাংলাদেশ ক্রিকেট র্বোডের সভাপতি করা হোক। তবে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, তিনি কোনটাই চান না, তিনি চান নড়াইলবাসীর সেবা করতে।

দ্বাদশ সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মত নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা। সেকারনে সকাল থেকে বিভিন্ন পেশাজীবি সাধারন জনগন সহ সরকারী অফিসের কর্মকর্তাগন ফলের শুভেচ্ছা জানাতে আসেন। সে সাথে চলে মিষ্টি বিতরন। নড়াইল-২ আসন থেকে চিরাচরিত ভাবে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছে। এ কারনে নড়াইল বাসীর দাবী যেহেতু নড়াইল থেকে স্বাধীনতার পরে কোন মন্ত্রী পায় নাই, সেকারনে মাশরাফি বিন মোর্ত্তজাকে মন্ত্রী বা বাংলাদেশ ক্রিকেট র্বোডের সভাপতি করা হোক। তবে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, যে সকল প্রকল্প পাস হয়ে আছে তা বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা সহ নড়াইল বাসীর সেবা করা সুযোগ চান মাশরাফি বিন মোর্ত্তজা।

এই নির্বাচনে জয়ের পর মাশরাফী সাংবাদিকদের বলেন, ‘‘আওয়ামী লীগের জেলা ও উপজেলার এবং তৃণমূলের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ। এক মাস ধরে তারা কঠোর পরিশ্রম করেছেন। লোহাগড়াবাসী সবসময় নৌকা প্রতিকে বিজয়ী করেছেন। এবার নড়াইল সদরের ভোটাররা লোহাগড়ার মতো ভোট দিয়েছেন। “চেষ্টা করব নড়াইলের উন্নয়নের জন্য’’

মন্ত্রী হওয়ার বিয়য়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন,এবিষয় একান্ত আমাদের দরীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিধান্ত। আর আমার সংসদ সদস্য হিসেবে যেটা চাওয়া নড়াইলে মাসুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে । নড়াইল বাসীকেও ধন্যবাদ জানান আমাকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করায়।

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে ১৮৯১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ ওর্য়ার্কাস পার্টির এড শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪০৪১ ভোট। নড়াইল ২ আসনে মোট কেন্দ্র ১৪৭টি,ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন,মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন । নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন