হোম খুলনানড়াইল নড়াইলে সনদ না থাকায় চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

নড়াইলে সনদ না থাকায় চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. সফিকুল ইসলাম নামে এক চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান এই কারাদণ্ড দেন।

মো.সফিফুল ইসলাম যশোর জেলার বারান্দীপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এই চিকিৎসক মো. সফিকুল ইসলাম চিকিৎসার ভূয়া ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে মো. সফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগি চিকিৎসা করতেন। কোন সনদ দেখাতে না পারায় তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন