হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

নড়াইল অফিস :

বাংলা নববর্ষ পালন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তিসহ নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার জেলা শিশু একাডেমিতে জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা শিশু একাডেমির কর্মকর্তা ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শওকত কবির,জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিসিক নড়াইলের উপ-ব্যাবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সাবেক অধ্যক্ষ রওশন আলী প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন