হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ভিলেজ ডক্টর সোসাইটি জেলা সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলের তৃণমুল পর্যায়ের অবহেলিত সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে প্রাইমারি ভিলেজ ডক্টর সোসাইটি নামে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫মে) দুপুরে সদর উপজেলার মাইজপাড়া চন্দ্র শেখর মেমোরিয়াল ক্লিনিকে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো.বেল্লাল হোসেন,পনব কুমার সাহা,বরত চন্দ্র সরকার,মুস্তাাচিন বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই স্রোতধারাকে এগিযে নিতে সমাজের তৃণমূল পর্যায়ের চিকিৎক সমাজ একযোগে কাজ করে যেতে চায। তারা বলেন,এখনো তৃণমুলের সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত। আমরা যারা তৃণমুলের মানুষের পাশে দাড়িয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি মানব দরদী প্রধানমন্ত্রী আমাদের সুবিধা অসুবিধার বিষয়টি বিবেচনা করবেন।

সম্মেলনে বর্তমান আহবায়ক কমিটি আগামি দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। প্রয়োজনে ভোটাররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন