নড়াইল অফিস:
ভূমিদস্যু মোহাম্মদউল্ল্যাহ কর্তৃক বসতবাড়ি উচ্ছেদ এবং পাকা বাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার। মঙ্গলবার(১১ জুন) সকালে নড়াইলের আদালত চত্ত¡রে মানববন্ধনে এলাকার লোকেরা হাজির হন। এসময় তারা ভূমিদস্যু মোহাম্মদউল্ল্যাহ কে বিচারের আওতায় এনে শাস্তির দাবী তোলেন এবং বসতবাড়ি ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আদালতের নির্দেশনা অমান্য করে চলতি বছরের জানুয়ারীতে পৌরসভার ধোপাখোলা গ্রামের নাসিমা বেগমের একতলাব বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় মোহাম্মদউল্ল্যাহ। এ ঘটনার ৪ মাস পরে মিডিয়ার খবর হলে ৮ জুন মোহাম্মদ উল্যাকে আটক করে পুলিশ। একই দিনে আদালতের জামিন নিয়ে বের হয়ে আসে।