হোম খুলনানড়াইল নড়াইলে দুধ বিক্রয় করতে এসে সড়ক দূর্ঘটনায় জনি শেখ নিহত

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা দিঘলিয়া সড়কে পৌরসভার রাজপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মাদ জনি শেখ দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মিজান শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জনি আজ ৮ নভেম্বর দুপুরে নিজের গরুর দুধ নিয়ে বাড়ি থেকে লক্ষীপাশা বাজারে ময়রা দোকানে দুধ সরবাহ দিতে মোটর সাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের পাশ দিয়ে ক্রস করতে গিয়ে, দুধের ড্রাম ট্রাকের বড়ির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে পেছনের চাকার নিচে পড়ে মারাত্মক আহত হয়। দূর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৃষ্ণ পদ বিশ্বাস তাকে মৃতু বলে ঘোষনা করেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ মরাদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নিয়ে আসে। পরে সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় দূর্ঘটনা ঘটানো ট্রকিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। দূর্ঘটনার পরপর ড্রাইভার হেলপার রাস্তায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। সংবাদ সংগ্রহ পর্যন্ত কোন মামলা হয় নাই, ময়না তদদন্তের প্রস্তুতি চলছে বলে জানায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন। এই ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন